কম্পিউটার প্রোগ্রামিং কি
কম্পিউটার প্রোগ্রামিং কি? কিভাবে প্রোগ্রামিং শিখবো? (২০২২) বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, কম্পিউটার প্রোগ্রামিং কি (what is computer programming) এবং …
কম্পিউটার প্রোগ্রামিং(ইংরেজি: Computer programming) হল একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য এক্সিকিউটেবল কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন ও বিল্ডিংয়ের প্রক্রিয়া। প্রোগ্রামের লিখিত রূপটিকে সোর্স কোড বলা হয়। যিনি সোর্স কোড লিখেন তাকে প্রোগ্রামার, কোডার বা ডেভেলপার বলা হয়। যেকোন বই যেমন একটি ভাষাতে যেমন ইংরেজি, রুশ, জাপানি, বাংলা, ইত্যাদিতে লেখা হয়, তেমনি প্রতিটি প্রোগ্রাম কোন একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষাতে লেখা হয়,যেমন সি++,জাভা ইত্যাদি। প্রোগ্রাম রচনা করার সময় প্রোগ্রামারকে ঐ নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা ব্যাকরণ মেনে চলতে হয়।
কম্পিউটার প্রোগ্রামিং কি? কিভাবে প্রোগ্রামিং শিখবো? (২০২২) বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, কম্পিউটার প্রোগ্রামিং কি (what is computer programming) এবং …